সেজদায় যাওয়ার সময় প্রথমে দুই হাঁটু তারপর দুই হাত রাখার সহীহ হাদীস


সেজদায় যাওয়ার নিয়ম

আমরা নামাযের মধ্যে সেজদায় যাওয়ার সময় প্রথমে দুই হাঁটু তারপর দুই হাত রাখি। কিন্তু বর্তমানের আহলে হাদীস নামধারী একটি ফেতনাবাজ দল একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে সাধারণ মানুষের মাঝে। তারা বলছে, একমাত্র তাদের নামাযই সঠিক আর আমাদের নামায নাকি মাযহাবী নামায যা জয়ীফ হাদীস দ্বারা প্রতিষ্ঠিত নাউজুবিল্লাহ। 
মাযহাবের অনুসরণে নয় বরং সহীহ হাদীসের ভিত্তিতেই আমরা সেজদায় প্রথমে দুই হাঁটু তারপর দুই হাত রাখি। 
আসুন দেখি, সহীহ হাদীসগুলো।

عن وائل بن حجر قال : رأيت النبي صلى الله
 عليه و سلم إذا سجد وضع ركبتيه قبل يديه ورفع يديه قبل ركبتيه.

হযরত ওয়ায়িল বিন হুজুর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ যখন সেজদা দিতেন তখন দুই হাটুকে দুই হাতের আগে রাখতেন। আর যখন (সেজদা থেকে) উঠতেন তখন হাটুর আগে হাত উঠাতেন।

[আল মুজামুল কাবীর, হাদীস নং-৯৭, নাসায়ী শরীফ, হাদীস নং-৭৪০, বুলুগুল মারাম, হাদীস নং-৩১১,
সুনানে আবু দাউদ, হাদীস নং-৮৩৮, সুনানে তিরমিযী, হাদীস নং-৮৮২, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-১৯১২,
সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-৬২৬, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-২৯৫৮]

عن أبي هريرة ، يرفعه ، أنه قال : إذا سجد أحدكم فليبتدئ بركبتيه قبل يديه.

হযরত আবু হুরায়রা রাঃ রাসূল সাঃ থেকে বর্ণনা করেন-রাসূল সাঃ ইরশাদ করেছেন-যখন তোমাদের কেউ সেজদা করে, সে যেন সূচনা করে উভয় হাতের পূর্বে উভয় হাটু দ্বারা।
[মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-২৭১৭]

عن مصعب بن سعد عن سعد قال : كنا نضع اليدين قبل الركبتين فأمرنا بالركبتين قبل اليدين.

হযরত মাসআব বিন সাদ বিন সাদ থেকে বর্ণিত। তিনি বলেন-আমরা হাঁটুর পূর্বে হাত রাখতাম। পরে আমাদের নির্দেশ দেয়া হল হাতের পূর্বে হাঁটু রাখার।

[সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-৬২৮]
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
No Comment
Add Comment
comment url