কানের লতি বরাবর হাত উঠিয়ে নাভীর নিচে বাঁধা



তাকবীরে তাহরীমার সময় কান পর্যন্ত হাত উঠানো

عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ أَنَّهُ رَأَى نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ (كَانَ إِذَا كَبَّرَ رَفَعَ يَدَيْهِ) حَتَّى يُحَاذِيَ بِهِمَا فُرُوعَ أُذُنَيْهِ (رَوَاه مُسْلِمٌ فِىْ بَابِ اسْتِحْبَابِ رَفْعِ الْيَدَيْنِ حَذْوَ الْمَنْكِبَيْنِ مَعَ تَكْبِيرَةِ الْإِحْرَامِ)

হযরত মালেক বিন হুওয়াইরিস রাঃ 
রাসূলুল্লাহ সাঃএর নামাযের বিবরণ দিতে গিয়ে 
বলেন: তিনি যখন তাকবীর দিতেন তখন 
উভয় হাত কানের উপরিভাগ পর্যন্ত উঠাতেন।

[মুসলিমঃ হাঃ ৭৫২]


فحدثنا العباس بن محمد الدوري ، ثنا العللء بن اسماعيل العطار ، ثنا حفص بن غياث ، عن عاصم الاحول، عن انس ، قال : رايت رسول الله صلى الله عليه وسلم كبر فحاذى بابهاميه أذنيه

অর্থ: হযরত আনাস রাঃ বলেন , আমি রাসূল সাঃ কে দেখেছি সালাতে তাকবীর বলতেন ও কানের লতি পর্যন্ত হাত উত্তোলন করতেন।

[ইমাম বায়হাকী , সুনানে কোবরা, হাদিস নং ২৬৩২
মুস্তাদরাকে হাকেম, হাদিস নং ৮২২
নাছবুর রায়া, ইমাম যায়লায়ী, প্রথম খন্ডঃ ৩৮৯ পৃষ্ঠা]
সূনানে দারা কুতনী, হাদিস নং ১৩০৮]

عن عبد الجبار بن وائل عن ابيه انه رأى النبى صلى الله عليه وسلم اذا افتتح الصلوة رفع يديه حتى تكاد ابهاماه تحاذى سحمة اذنيه (نسائيى شريف ج١ص١٠٢)

অর্থ: হযরত আব্দুল জাব্বার বিন ওয়ায়েল রাঃ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নামায শুরু করতে দেখেছেন।তিনি তাকবিরে তাহরীমার সময় উভয় হাতকে এতটুকু উঠালেন যে, উভয় বৃদ্ধাঙ্গুলী কানের লতি বরাবর হয়ে গেল।

[নাসাঈ শরিফ, ১ম খন্ডঃ ১০২ পৃঃ]

ডান হাত বাম হাতের উপর রাখা

তাকবীরে তাহরীমা বলে কান পর্যন্ত হাত উঠিয়ে ডান হাত বাম হাতের উপর রাখতে হবে

 حَدَّثَنَا عَلْقَمَةُ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ قَائِمًا فِي الصَّلَاةِ قَبَضَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ»

ওয়ায়িল (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সালাতে দাঁড়াতেন তখন আমি তাঁকে ডান হাত দিয়ে বাম হাত ধরে রাখতে দেখেছি।

[নাসাঈ শরীফঃ হাঃ ৮৮৭]

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّا مَعْشَرَ الْأَنْبِيَاءِ أُمِرْنَا أَنْ نُؤَخِّرَ سُحُورَنَا وَنُعَجِّلَ فِطْرَنَا وَأَنْ نُمْسِكَ بِأَيْمَانِنَا عَلَى شَمَائِلِنَا فِي صلاتنا

হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুল সাঃ ইরশাদ করেছেন, নিশ্চয় আমরা হলাম নবীদের জামাত। আমাদের দেরী করে সেহরী খেতে এবং তাড়াতাড়ি ইফতার করতে আর নামাযের মাঝে ডান হাত দিয়ে বাম হাত ধরতে আদেশ করা হয়েছে।
[সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-১৭৭০, সুনানে দারা কুতনী, হাদীস নং-১০৯৭]

ডান হাত দ্বারা বাম হাতের কব্জি আঁকড়ে ধরা

أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ الْحَضْرَمِيَّ، أخْبَرَهُ قَالَ: قُلْتُ: لَأَنْظُرَنَّ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَيْفَ يُصَلِّي؟ قَالَ: فَنَظَرْتُ إِلَيْهِ قَامَ فَكَبَّرَ، وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ، ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى، وَالرُّسْغِ وَالسَّاعِدِ،

হযরত ওয়াইল বিন হুজুর রাঃ বলেন, আমি রাসুল  সাঃ এর নামাযের দিকে লক্ষ্য করতাম, তিনি কিভাবে নামায পড়তেন? তিনি বলেন, আমি তাকে দেখেছি, তিনি দাঁড়িয়ে প্রথমে তাকবীর বলতেন। এবং হাত উঠাতেন কান পর্যন্ত। তারপর ডান হাতকে বাম তালুর পৃষ্ঠদেশ এবং কব্জি এবং বাহুতে রাখতেন।

[মুসনাদে আহমাদ, হাদীস নং-১৮৮৭০, আবু দাউদ, হাদীস নং-৭২৭]

ووضع على رضى الله تعالى عنه كفه على رسغه الأيسر

‘আলী রাজিআল্লাহু আনহু (সলাতে) সাধারণত তাঁর ডান হাতের পাঞ্জা বাম হাতের কব্জির উপর রাখতেন।
[সহীহ বুখারী, তাওহীদ পাবলিকেশন্স-১/৫৭৯]

وَيَضَعُ بَطْنَ كَفِّهِ الْأَيْمَنِ عَلَى رُسْغِهِ الْأَيْسَرِ تَحْتَ السُّرَّةِ فَيَكُونُ الرُّسْغُ فِي وَسَطِ الْكَفِّ

ডান হাতের তালু বাম হাতের কব্জির উপর রেখে নাভির নিচে বাঁধবে। যেন [ডান] কব্জিটি [বাম] তালুর পৃষ্ঠদেশের উপরে থাকে।

[কিতাবুল আসার লিমুহাম্মদ, হাদীস নং-১২০]

নাভির নিচে হাত বাঁধা সংক্রান্ত দলীল

حدثنا وكيع، عن موسى بن عمير، عن علقمة بن وائل بن حجر، عن ابيه قال: رأيت النبى صلى الله عليه وسلم وضع يمينه على شماله فى الصلاة تحت السرة

হযরত ওয়ায়েল বিন হুজুর রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাযে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নীচে রাখতে দেখেছি।

[মুসান্নাফ ইবনে আবী শাইবা-৩/৩২০-৩২২, হাদীস নং-৩৯৫৯]
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
No Comment
Add Comment
comment url